Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

মদ পান করে মহিষ মাতাল!

এ ঘটনায় তিন কৃষককে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ

আপডেট : ১২ জুলাই ২০২১, ১১:২৫ এএম

ভারতের গুজরাটে অবৈধ মদ পান করে তিনটি মহিষ মাতাল হওয়ার ঘটনায় তিন কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা দিলীপসিংহ বলদেব জানান, মহিষরা “অদ্ভুত আচরণ” শুরু করায় এবং তাদের মুখ দিয়ে গাঁজলা বের হওয়ায় অভিযুক্তদের একজন পশুচিকিৎসকে ডাকেন।

তিনি আরও জানান, পশুচিকিৎসক মহিষদের খাওয়ার পানি পরীক্ষা করার সময় পানিতে “একটি অদ্ভুত গন্ধ” লক্ষ্য করেন আর পানির রঙ ঘোলা দেখেন। 

পরে এর কারণ খুঁজতে যেয়ে জানা যায়, অভিযুক্তরা গর্তে মুনশাইন (অবৈধ মদ)-এর বোতল লুকিয়ে রেখেছিল এবং বোতলগুলোর কয়েকটি ভেঙ্গে মহিষের পানিতে মিশে গিয়েছিল।

পরবর্তীতে ওই পশুচিকিৎক পুলিশকে খবর দিলে পুলিশ এসে ৩২ হাজার রুপি সমমূল্যের ১০০ বোতল মদ উদ্ধার করে। এ ঘটনায় ওই তিন কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটে মদ তৈরি, কেনা, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ। এমনকি মদ বিক্রি বা কেনার জন্য মোটা অংকের জরিমানা কারাদণ্ডও দেয়া হয়।

   

About

Popular Links

x