ইরাকের একটি হাসপাতালে করোনাভাইরাস ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনায় মঙ্গলবার ৯২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১০০ জন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এএফপির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আলহুসেইন হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। সোমবার (১২ জুলাই) রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৯ জনের মৃতদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবৌসি এক টুইটে বলেছেন, ইরাকি জনগণের জীবন রক্ষায় ব্যর্থতার স্পষ্ট প্রমাণ এ অগ্নিকাণ্ড। এ ধরনের বিপর্যয়কর ব্যর্থতা অবসানের সময় এসেছে।
উল্লেখ্য, এর আগে এপ্রিলে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৮২ জন মারা গিয়েছিল। এ ঘটনায় দেশটির তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসান আল তামিমি পদত্যাগ করেন।