Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশির মৃত্যু’

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে

আপডেট : ২২ জুলাই ২০২১, ১০:২২ এএম

ভূমধ্যসাগরে নৌযানডুবিতে কমপক্ষে ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিউনিসিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুয়ারা থেকে সিরিয়া, মিসর, সুদান, মালি ও বাংলাদেশের অভিবাসীদের নিয়ে রওনা দেয় নৌযানটি। কোস্টগার্ড সাগর থেকে ৩৮০ জনের বেশি আরোহীকে উদ্ধার করেছে। যার মধ্যে ১৭ জন বাংলাদেশি মারা গেছে। যারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের পথে রওনা দিয়েছিল। মৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

সম্প্রতি তিউনিসিয়ার উপকূলে বেশ কয়েকটি নৌযানডুবির ঘটনা ঘটেছে। অভিবাসনের প্রত্যাশায় তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে, বিশেষ করে ইতালিতে পৌঁছানোর জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা বেড়েছে, যেহেতু আবহাওয়ার উন্নতি হয়েছে। ইউরোপের প্রধান গন্তব্য ইতালিতে গত কয়েক বছরে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশের সংখ্যা কমে এলেও ২০২১ সালে তা আবার বাড়তে শুরু করেছে।

   

About

Popular Links

x