Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

আত্মহত্যা প্রতিরোধে যুক্তরাজ্যে মন্ত্রী নিয়োগ

যুক্তরাজ্যে কম বয়সীদের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে ৬৭ শতাংশ

আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ০৮:১৮ পিএম

আত্নহত্যা প্রতিরোধে মন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। প্রধানমন্ত্রী থেরেসা মে স্বাস্থ্যমন্ত্রী জ্যাকি প্রাইসকে নতুন এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। বিশ্বে এটিই প্রথম আত্মহত্যা প্রতিরোধে মন্ত্রী নিয়োগের ঘটনা। 

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রতিবছর যুক্তরাজ্যে ৪ হাজার ৫শ’ মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। 

২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে কম বয়সীদের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে ৬৭ শতাংশ। থেরেসা মে’র সরকার প্রতিশ্রুতি দিয়েছে, মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে নতুন টিম গঠন করে স্কুলে স্কুলে পাঠানো হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের মানসিক অবস্থার উন্নয়নে পরামর্শ দেবে তারা।

মন্ত্রী নিয়োগের পাশাপাশি বিনামূল্যে মানসিক চিকিৎসা সেবা দিতে অর্থও বরাদ্দ করেছে থেরেসা মে’র সরকার। মে বলেছেন, “যে বাস্তবতা নীরবে মানুষকে ভোগান্তির মধ্যে রাখে আর আত্মহত্যার প্ররোচণা দেয়, আমরা সেই বাস্তবতার অবসান ঘটাতে চাই।”

মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য অলাভজনক একটি সংগঠনকে ১৮ মিলিয়ন পাউন্ড অর্থ বরাদ্দ দিয়েছে যুক্তরাজ্য সরকার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ কোটি টাকার সমান। ওই অর্থের বিনিময়ে আগামি চার বছর বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা দেবে ওই সংগঠন।

এদিকে বৈশ্বিক মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে লন্ডনে সম্মিলিত হয়েছেন বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধি। ঠিক এমন একটি সময়ে দেশটির পক্ষ থেকে আত্মহত্যা প্রতিরোধে মন্ত্রী নিয়োগের এই ঘোষণা এসেছে। 


About

Popular Links