Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪৬ ফিলিস্তিনি আহত

শুক্রবার পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর অবৈধ চেকপোস্ট স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে এসব ফিলিস্তিনিরা আহত হন

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১০:১৩ পিএম

দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪৬ জন ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর অবৈধ চেকপোস্ট স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে এসব ফিলিস্তিনিরা আহত হন। এই ঘটনায় ইসরায়েলের দুই সেনা সদস্য সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। 

অবৈধ বসতি সম্প্রসারণের প্রতিবাদে শুক্রবার বেইতা গ্রামে জড়ো হয় ফিলিস্তিনিরা। 

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নাবলুসের দক্ষিণে জিভাত এভিয়েতার চেকপোস্টের কাছে শত শত ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনা সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে তা প্রতিহত করা হয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, সংঘর্ষে অন্তত ১৪৬ ফিলিস্তিনি আহত হয়েছে। এর মধ্যে ৯ জন গুলিবিদ্ধ, ৩৪ জন রাবার বুলেটে আর ৮৭ জন টিয়ার গ্যাসে আক্রান্ত হয়েছে।

About

Popular Links