Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় 'মাইকেল'

ফ্লোরিডার গভর্নর রিক স্কট এটিকে ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছেন। 

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১২:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে আঘাত হেনেছে ক্যাটাগরি-৪ মাত্রার ঘূর্ণিঝড় ‘মাইকেল’। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে ফ্লোরিডার উত্তর-পশ্চিম অঞ্চল মেক্সিকো উপসাগরের কাছে আছড়ে পড়ে। 

পানামা সিটি ফ্লোরিডায় ঘূর্ণিঝড়ের আঘাতে উপড়ে যাওয়া গাছের ভিডিও করেন এক প্রত্যক্ষদর্শী। সূত্রঃ ফেসবুক 

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলের দিকে আঘাত হানা মাইকেলের আঘাতে এ পর্যন্ত ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামিভিত্তিক ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি)-এর বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি শক্তির বিচারে ক্যাটাগরি-৩ মাত্রার ঘূর্ণিঝড় বলে আশঙ্কা করা হয়েছিল। এর আগে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশ দেয়া হয়। ফ্লোরিডার প্রায় ৩ লাখ ৭০ হাজার বাসিন্দাকে কোনো উঁচু জায়গায় আশ্রয় নিতে নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। তবে খুব অল্পসংখ্যক লোকের পক্ষেই নিরাপদ জায়গায় যাওয়া সম্ভব হয়েছে।

এ দিকে ঝড়ের ঘণ্টাখানেক আগে ফ্লোরিডার গভর্নর রিক স্কট এক বিবৃতিতে ওই অঞ্চলে আটকে পড়া মানুষদের ঘরের ভেতর অবস্থান করতে বলেন। এটিকে ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে উল্লেখ করে তিনি বলেন,‘এই মুহূর্তে সবচেয়ে বাজে কাজ হবে ঘর থেকে বের হওয়া।’ 

ঘূর্ণিঝড়টি আরও জোরালো হয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। যেখানে ফ্লোরেন্সের আঘাতের চিহ্ন এখনো রয়ে গেছে।

About

Popular Links