Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

কালো যাদুকর সন্দেহে সব আঙ্গুল কাটা পড়লো আদিবাসীর

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মোড়ল ওই ব্যক্তিকে “কালো যাদুকর” বলে প্রচার করে ও তাকে হত্যা করার নির্দেশ দেন

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০৫:৪৫ পিএম

ভারতের পশ্চিমবাংলায় বীরভূম জেলার বেআইনি এক বিচারসভার নির্দেশে কালো যাদুকর সন্দেহে একজন আদিবাসীর হাতের ১০টি আঙ্গুলই কেটে ফেলা হয়েছে।

গত মঙ্গলবার রাতে কলকাতার উত্তরে পানরুই গ্রামের রাধাকৃষ্ণপুরের এই ঘটনার পর বুধবার অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয় ফান্ডি সরদার (৪২) নামের ওই আদিবাসীকে।

ঘটনা নিশ্চিত করে বীরভূম জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট কুনাল আগরওয়াল হিন্দুস্তান টাইমসকে বলেন, “যদিও কোনো আনুষ্ঠানিক অভিযোগ এখনো দাখিল করা হয়নি তবুও আমরা ঘটনাটি সম্পর্কে জানতে পেরে তদন্ত শুরু করেছি। সম্পত্তি বা অন্য কিছু নিয়ে বিরোধ আছে কিনা তাও আমরা খতিয়ে দেখছি।”

“এফআইআর দাখিল হওয়ার পরেই যথাযথ শাস্তিবিধানের জন্য উপযুক্ত বিভাগে প্রেরণ করা হবে”, বললেন এ কর্মকর্তা।

গতকাল বুধবার পুলিশের একটি টহল দল গ্রামটি পরিদর্শন করেন।

বীরভূম জেলা ম্যাজিস্ট্রেট মৌমিতা গোদারা বলেন, “আমি কর্মকর্তাদের গ্রামে যাওয়ার নির্দেশ দিয়েছি এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।” 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মোড়ল ওই ব্যক্তিকে “কালোযাদুকর” বলে প্রচার করে ও তাকে হত্যা করার নির্দেশ দেন।

পরবর্তীতে, শাস্তি মৃত্যুদন্ড থেকে কমিয়ে আঙ্গুল কাটার নির্দেশ দেন ওই মোড়ল। 

   

About

Popular Links

x