যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন যে তিনিই সবচেয়ে বেশী হেনস্থার শিকার হওয়া ব্যক্তি। সম্প্রতি একটি টেলিভিশনকে সাক্ষাতকার প্রদানকালে তিনি এই মন্তব্য করেন বলে এসোসিয়েটেড প্রেসের একটি খবরে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার এবিসি নিউজের গুড মর্নিং আমেরিকা নামক একটি অনুষ্ঠানে সাক্ষাতকার প্রদানকালে তিনি বলেন, "আমার মনে হয় আমিই সবচেয়ে বেশী হেনস্থার শিকার হওয়া ব্যক্তি।"
উল্লেখ্য, এই অনুষ্ঠানে তিনি তার "বি বেস্ট" নামক ক্যাম্পেইনের প্রচারণার উদ্দেশ্যে অংশগ্রহণ করেছিলেন। মেলানিয়া জানান, তার এই ক্যাম্পেইনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে মানুষের আচরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর একটি বড় কারণ বিভিন্ন মাধ্যমে তাকে নিয়ে মানুষের অব্যাহত হেনস্থামূলক মন্তব্য।
উল্লেখ্য, সমালোচকেরা প্রায়শই অভিযোগ করেন যে, তার স্বামী প্রেসিডেন্ট ডোনাল্ড যখন তখন মানুষকে তার চেহারা এবং বুদ্ধিমত্তা নিয়ে খোটা দিয়ে থাকেন।