Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়েছে বিশ্বের ১৩৫ দেশে

করোনাভাইরাসের আলফা ভ্যারিয়েন্ট ১৮২টি দেশে, বিটা ভ্যারিয়েন্ট ১৩২ দেশে ও গামা ভ্যারিয়েন্ট ৮১টি দেশে ছড়িয়েছে

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০৭:৩২ পিএম

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনাভাইরাস মহামারির সাম্প্রতিক প্রকোপের জন্য মূলত দায়ী করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই বিশ্বের ১৩৫টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানায়, করোনাভাইরাসের আলফা ভ্যারিয়েন্ট ১৮২টি দেশে, বিটা ভ্যারিয়েন্ট ১৩২ দেশে ও গামা ভ্যারিয়েন্ট ৮১টি দেশে ছড়িয়েছে।

জাতিসংঘের অঙ্গসংস্থাটির ভাষ্যমতে, গত ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ৪০ লাখ মানুষের কোভিড শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিশ্বে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছে ৪২ লাখেরও বেশি মানুষ।

গত বছরের অক্টোবরে ভারতে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়। ডেল্টা ভ্যারিয়েন্টের বৈজ্ঞানিক নাম বি.১.৬১৭। গত মে মাসে ডেল্টা ভ্যারিয়েন্টকে "উদ্বেগজনক ধরণ" হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত এক মাস ধরে পৃথিবীর নানা প্রান্তে দ্রুত বাড়তে শুরু করছে কোভিডের সংক্রমণ। আগের সপ্তাহের চেয়ে ভূমধ্যসাগরের পূর্বের দেশগুলোতে ৩৭% এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমের দেশগুলোতে ৩৩% সংক্রমণ বেড়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংক্রমণ বেড়েছে ৯%। শেষ সপ্তাহে সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮% এর কাছাকাছি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ভূমধ্যসাগরের পূর্বে ৪৮% এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমে ৩১% মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে।

গত জুনে ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, ভারতে পাওয়া করোনাভাইরাসের ডেল্টা ধরণটি এখন সারা বিশ্বে আধিপত্য বিস্তার করছে। তিনি বলেন, "গোটা বিশ্বেই ডেল্টা ধরণটি বেশ তাড়াতাড়ি আধিপত্য বিস্তার করে ফেলছে।"

গত জুনে ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছিলো, আগস্ট মাসের শেষ দিকে ইউরোপের ৯০% করোনাভাইরাস কেসই ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ সংক্রান্ত হবে।

About

Popular Links