আফগানিস্তানের রাজধানী কাবুলকে ৩০ দিনের ভেতরই দেশটি থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে তালেবানরা। এমনকি ৯০ দিনের ভেতর দখলও নিতে পারে।
বুধবার (১১ আগস্ট) মার্কিন গোয়েন্দা বিভাগকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সৈন্যরা আফগানিস্তান ত্যাগের পর কত দ্রুত তালেবানরা কাবুল দখল করতে পারে, তার একটি নতুন মূল্যায়ন এটি।
তবে তালেবানরা কাবুল দখল নাও করতে পারে, এমনকি আফগান নিরাপত্তা বাহিনী আরও শক্তিশালী হয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারে বলেও জানান তিনি।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “আফগানিস্তানের ৬৫% তালেবানদের দখলে। দেশটির ১১ প্রদেশের রাজধানী হয় দখল নিয়েছে নয়ত নেওয়ার হুমকি দিয়েছে।বুধবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখস্তানের মধ্য দিয়ে মোট ৮টি প্রাদেশিক রাজধানী দখল নিয়েছে তারা।”
প্রসঙ্গত, তালেবানদের অগ্রযাত্রা ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে শহরটির প্রতিরোধকারী যোদ্ধাদের উজ্জীবিত করতে মাজার-ই-শরিফে গেছেন দেশটির প্রেসিডেন্ট গনি।