Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে করোনাভাইরাসে সাড়ে ৪৩ লাখেরও বেশি মানুষের মৃত্যু

অন্যদিকে, এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৬৬ লাখ ৬২ হাজার ৬৭৫ জনে দাঁড়িয়েছে

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০১:৫৭ পিএম

বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। 

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪৩ লাখ ৫৩ হাজার ৫৮ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৬৬ লাখ ৬২ হাজার ৬৭৫ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৬৪ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার ৮৩২ ডোজ করোনাভাইরাসের টিকা প্রদান করা হয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৬৬ লাখ ৩১ হাজার ৮৯৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ২১ হাজার ২০৯ জন।

অপরদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭৮৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৩ লাখ ৫০ হাজার ১৪২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৪৯৩ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩০ হাজার ৭৩২ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, বিধিনিষেধ শিথিলের মাঝে গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এসময়  শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৮৮৫ জন। নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮৮ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা  ১৪ লাখ ১২  হাজার ২১৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ২০.৬৬%।

এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৭০%। মোট সুস্থ হয়েছে ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন। দেশে সুস্থতার হার ৯০.৭৩%।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ৪৫  জন, রংপুরে ৬ জন, বরিশালে ৭ জন, সিলেটে ১১  জন, রাজশাহীতে ১৪ জন এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

   

About

Popular Links

x