Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৯৭

দেশটির হাসপাতালগুলোতে আহত রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০৩:৫৫ পিএম

হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৯৭ জনে দাঁড়িয়েছে।  এতে আহত হয়েছেন ৫ হাজার ৭০০ জনের বেশি।

শনিবার ক্যারিবীয় দেশটিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর রবিবার দেশটির হাসপাতালগুলোতে আহতদের সংখ্যা বাড়তে থাকে।

১১ বছর পর দেশটিতে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর এবং ভবন ধ্বংস হয়েছে। যা গত মাসে দেশটির প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের পর একটি বড় ধাক্কা।

হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর লি কায়ে এবং এর আশেপাশের অঞ্চলে শনিবারের ভূমিকম্পের আঘাত বেশি ভয়ংকর ছিল। হাইতির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, উদ্ধার তৎপরতা এখনও চলছে। এবং দেশটির হাসপাতালগুলোতে আহত রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

উত্তর -পশ্চিমাঞ্চলীয় শহর জেরেমিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় হাসপাতালে জায়গা না থাকায় চিকিৎসকরা আহত রোগীদের গাছের নীচে এবং রাস্তার পাশে সেবা দিচ্ছেন।

হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান জেরি চ্যান্ডলার রয়টার্সকে বলেন, "আমরা গুরুতর সমস্যার মধ্যে আছি।"

তিনি বলেন, "এখানের অনেক গুরুত্বপূর্ণ হাসপাতাল এখন অকার্যকর এবং যেগুলো কার্যকর আছে সেগুলোতে রোগী উপচে পড়ছে।"

এদিতে হাইতির করোনাভাইরাস মহামারী পরিস্থিতিও তীব্রতর হয়ে উঠেছে। সহিংসতার কারণে তীব্র অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক সংকটে প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে হত্যার পর দেশটির সার্বিক পরিস্থিতি আরও বেশি অস্থির হয়ে উঠেছে। 

About

Popular Links