Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

কানাডার গভর্নর জেনারেলের নৈশভোজে প্রধানমন্ত্রীর যোগদান

গভর্নর জেনারেল জুলি পায়েট লা সিটাডেলে এই নৈশভোজের আয়োজন করেন।

আপডেট : ০৯ জুন ২০১৮, ০৩:৪৬ পিএম

জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ অধিবেশনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে শুক্রবার কানাডার গভর্নর জেনারেলের দেওয়া এক নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন।চারদিনের সরকারি সফরে শুক্রবার বিকালে তিনি কানাডায় পৌঁছান।

গভর্নর জেনারেল জুলি পায়েট লা সিটাডেলে এই নৈশভোজের আয়োজন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী কানাডায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুচ, হাইতির প্রেসিডেন্ট এবং ক্যারিবীয় সম্প্রদায়ের সভাপতি জোয়েনাল ময়েজি এবং নৈশভোজে যোগ দেওয়া অন্যান্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

গভর্নর জেনারেলের সঙ্গে প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলাপ্রধানমন্ত্রীর শনিবার লা মানোয়া রিশেলো হোটেলে জি-৭ আউটরিচ লিডার্স প্রোগ্রামে যোগ দেবেন। রবিবার সকালে কুইবেকে হোটেল শাত ফ্রন্তেনাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তিনি বৈঠক করবেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায়। ট্রুডো জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ছাড়াও বিশ্বের ১৫ জন সম্ভাবনাময় নেতাকে এই অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।

বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিগুলোর সংগঠন জি-৭-এর সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

শেখ হাসিনা গত বৃহস্পতিবার সন্ধ্যায় জি-৭ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ সময় শুক্রবরা রাতে তিনি কানাডা পৌঁছান। খবর বাসস। 

   

About

Popular Links

x