Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ ও মৃত্যু

এ পর্যন্ত এ ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে বিশ্বের ১৯ কোটি ১ লাখ ৯৭ হাজার ৫৫৬ জন মানুষ

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৮:৫২ এএম

বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা। যদিও গত তিনদিন ধরে এ হার কিছুটা কমতির দিকে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বের ৪ লাখ ৩৬ হাজার ২২৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, অন্যদিকে, একইসময়ে মারা গেছে বিশ্বের ৭,৭৩৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী,  সোমবার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪৪ লাখ ৪৪ হাজার ৩৯০ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে।

এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ১৪৪ জনের এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৪৫ হাজার ০৫৮ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২৪ লাখ ২৪৮ হাজার ৯৬৯ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭৮৪ জনে।

অপরদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৫৭৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ৭০ হাজার ৫৭৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

এনিয়ে এ ভাইরাস থেকে সুস্থ হয়েছে ১৯ কোটি ১ লাখ ৯৭ হাজার ৫৫৬ জন।

   

About

Popular Links

x