আফগানিস্তানে কর্মরত নারীদের তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঘরে থাকতে হবে।
মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তালেবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ কথা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তিনি বলেন, “নারীদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, সে বিষয়ে আমাদের নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ নেই। যতক্ষণ পুরোপুরি নিরাপত্তা দিতে না পারছি, ততক্ষণ আমরা নারীদের ঘরে থাকার আহ্বান জানাই।”
যদিও সাংবাদিকদের উদ্দেশে বিষয়টিকে “এটি খুবই স্বল্প সময়ের জন্য একটি প্রক্রিয়া” বলেও দাবি করেন তিনি।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালের আগে তালেবান, যখন আফগানিস্তান শাসন করতো, তখন তারা কঠোর শরিয়া আইন জারি করেছিল। নয় দিন আগে তারা আবারও আফগানিস্তানের পূর্ণ ক্ষমতা নিয়েছে।
জাতিসংঘ তালেবানদের দ্বারা নির্যাতনের "নির্ভরযোগ্য" কিছু প্রতিবেদন তুলে ধরেছে যার মধ্যে নারীদের উপর নিষেধাজ্ঞার বিষয়টি অন্যতম।
এসময় তালেবান মুখপাত্র রাজধানী কাবুল থেকে মার্কিন নেতৃত্বাধীন উচ্ছেদের কথাও তুলে ধরেছেন।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের আফগানদের চলে যাওয়ার জন্য "উৎসাহিত করা" বন্ধ করা কারণ উচিত। কেননা আফগানিস্তানের তাদের প্রতিভার প্রয়োজন রয়েছে।