Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

অপুষ্টি আর বিনা চিকিৎসায় মৃত্যুঝুঁকিতে ১০ লাখ আফগান শিশু

আফগানিস্তানে প্রায় এক কোটি শিশুর বেঁচে থাকার জন্য মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা এই

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৭:৫৫ পিএম

আফগানিস্তানে প্রায় এক কোটি শিশুর বেঁচে থাকার জন্য মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা এইচ। তিনি বলেন, আনুমানিক এক কোটি আফগান শিশুর বেঁচে থাকার জন্য মানবিক সহায়তা প্রয়োজন। আনুমানিক ১০ লাখ শিশু এই বছরের মধ্যে তীব্র অপুষ্টিতে ভুগতে পারে এবং চিকিৎসা ছাড়াই মারা যেতে পারে।

সোমবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা এইচ।

বিবৃতিতে আরও বলা হয়, আনুমানিক ৪.২ মিলিয়ন আফগান শিশু স্কুলের বাইরে, যার মধ্যে ২.২ মিলিয়নেরও বেশি রয়েছে মেয়ে। জানুয়ারি থেকে ২ হাজারেরও বেশি  জাতিসংঘ শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। আনুমানিক ৪ লাখ ৩৫ হাজার শিশু এবং মহিলা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, এই মুহূর্তে আফগানিস্তানের ২০ কোটি ডলার খাদ্য সহায়তা লাগবে।

ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন, আফগানিস্তানের তিন ভাগের এক ভাগ মানুষ, অর্থাৎ প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ খাদ্য ঝুঁকিতে আছে। এর প্রধান কারণ হচ্ছে দেশটিতে টানা কয়েকবছরের খরা, করোনাভাইরাস, দ্বন্দ্ব-সংঘাত এবং অর্থনৈতিক বিপর্যয়।

About

Popular Links