Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

আফগানিস্তান ইস্যুতে ইমরান খানের সঙ্গে পুতিনের ফোনালাপ

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১০:২৫ এএম

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (২৫ আগস্ট) ফোনে কথা হয় এই দুই নেতার।

ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ, নিরাপদ ও স্থিতিশীল আফগানিস্তান পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও এটি তাৎপর্যপূর্ণ। আফগান জনগণের নিরাপত্তা এবং অধিকারের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতাই সর্বোত্তম পথ।আন্তর্জাতিক সম্প্রদায়কেও আফগানিস্তানের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে কথা বলেন। এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, দুই নেতা আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছেন।

শি জিনপিং বলেছেন, চীন আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করবে। দেশটির অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করবেনা বেইজিং।

   

About

Popular Links

x