কাবুল বিমানবন্দরের বাইরে প্রায় ২০ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন ১৫ বাংলাদেশি। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীর সাথে একই ফ্লাইটে দেশে আসার কথা আফগানিস্তানে আটকে পরা ওই ১৫ বাংলাদেশির।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দ্বিতীয়বারের মতো দেশে ফেরার চেষ্টা করছেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন আটকে পরা বাংলাদেশিদের একজন রাজীব বিন ইসলাম।
রাজীব বিন ইসলাম বলেন, মঙ্গলবার আমাদের দেশের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। কিন্তু কাবুল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেও মাঝপথে ফিরতে হয়েছিল। আমাদের অনুমতি দেওয়া হয়নি। পরে বিমানবন্দরে এসে জানি আমাদের ক্লিয়ারেন্স রয়েছে।
আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত রাজীব আরও বলেন, জাতিসংঘের উদ্যোগে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরার কথা। কিন্তু গতকাল দুইটা থেকে কাবুল বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন। বিমানবন্দরে ঢোকার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছেন তারা।
এই বিশেষ ফ্লাইটটি সরাসরি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।