Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বজুড়ে কোভিড কেড়ে নিলো প্রায় ৪৫ লাখ প্রাণ

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫০৭ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ৩৬৩ ডোজ কোভিডের টিকা দেওয়া হয়েছে

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১২:০৫ পিএম

সারা বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের বিভিন্ন নতুন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪৪ লাখ ৭২ হাজার ৮৭০ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ১৯১ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫০৭ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ৩৬৩ ডোজ কোভিডের টিকা দেওয়া হয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৩৩ হাজার ৪৭৯ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৫৬৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৫৬১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বুধবার পর্যন্ত মোট ৩ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৫৩০ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৩৬৫ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭২৯ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৬৯৮ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে মৃত্যুর হার ১.৭৪%। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন। সুস্থতার হার ৯৪.২৮%।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ২৪ জন, রংপুরে ৪ জন, বরিশালে ৬ জন, সিলেটে ১৩ জন, রাজশাহীতে ৫ জন এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

   

About

Popular Links

x