Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

জাপানে মডার্নার টিকা নিয়ে ২ জনের মৃত্যু

এর আগে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাগুলো ব্যবহার না করার নির্দেশ দেয়

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৩:৪০ পিএম

জাপানে করোনাভাইরাসের ভ্যাকসিন মডার্নার ডোজ স্থগিত করার আগেই টিকাটি নিয়ে দুইজনের  মৃত্যু হয়। 

শনিবার (২৮ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, মডার্নার দ্বিতীয় ডোজ গ্রহণের পর কয়েক দিনের মধ্যেই ৩০ বছর বয়সী ওই দুই যুবক মারা যান। বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্থগিত করে দেওয়া ভ্যাকসিনের তিনটি লটের একটি থেকেই টিকা দেওয়া হয় তাদের। তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেদেশটির স্থানীয় ওষুধ নির্মাণ প্রতিষ্ঠান “তাকিদা ফার্মাসিউটিক্যালস”- মডার্নার কয়েকটি যোজ দূষিত হওয়ার কথা জানায়, এর দেশব্যাপী ৮৬৩টি কেন্দ্রে পাঠানো ১০ লাখ ৬৩ হাজার ডোজ মডার্নার টিকা ব্যবহার বন্ধ করে দেয় জাপান।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, ভ্যাকসিনে দূষকটি ধাতব কণা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

   

About

Popular Links

x