Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

টিকা গ্রহণকারী পর্যটকদের ভিসা দেওয়া শুরু করছে আমিরাত

তবে পর্যটকদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১০:১৯ পিএম

সংযুক্ত আরব আমিরাত পূর্ণ টিকা গ্রহণকারী পর্যটকদের জন্যে সোমবার (৩০ আগস্ট) থেকে ভিসা দেওয়া শুরু করছে। দেশটির অন্যতম বাণিজ্যিক শহর দুবাইতে বিলম্বিত “এক্সপো-২০২০” শীর্ষক বাণিজ্য মেলা শুরুর একমাস আগে থেকে ভ্রমণকারীদের জন্য ভিসা দেওয়া হচ্ছে। 

দেশটির সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম শনিবার (২৮ আগস্ট) এক খবরে জানিয়েছে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারের লক্ষ্যে সকল দেশের পর্যটকের জন্যে সংযুক্ত আরব আমিরাতের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণও কমছে। তেল সমৃদ্ধ দেশটিতে গত কয়েক মাসের মধ্যে প্রথমবার গত সপ্তাহে দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমে এসেছে। তবে পর্যটকদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে। 

বার্তা সংস্থার খবরে আরও বলা হয়েছে, বিশ্বের সকল দেশের নাগরিকের জন্যে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। তবে টুরিস্ট ভিসায় যারা আসবেন তাদেরকে অবশ্যই বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে। 

এদিকে আগামী অক্টোবরে পিছিয়ে যাওয়া এক্সপো-২০২০ মেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৭ লাখ ১৫ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২,০৩৬ জন।

About

Popular Links