বিশ্বজুড়ে করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১,৬২৯ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,৪৫,৪৫৭জনে। একইসময়ে নতুন করে ৭,৩৭,৪৪৭ জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১,৯২,৮৩,৬৬০ জনে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬,৯৭,৩০৫ জন। এখন পর্যন্ত বিশ্বব্যাপী মোট সুস্থ হয়েছেন ১৯,৬০,৭৪,৮৪৫ জন।
করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। কোভিডে মৃত্যুর পরিসংখ্যানে তাদের অবস্থান দ্বিতীয়। দেশটিতে এখন পর্যন্ত ৪০,১১৪,০৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬,৫৭,৯১০ জনের।
মোট আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, তৃতীয় ব্রাজিল, চতুর্থ রাশিয়া, পঞ্চম যুক্তরাজ্য। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।