Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশিদের জন্য ফিলিপাইন ভ্রমণে নিষেধাজ্ঞা থাকছে না

আগামী ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার লোকজন দেশটিতে যেতে পারবেন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:২১ পিএম

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশসহ দশ দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিলিপাইন। আগামী ৬ সেপ্টেম্বর থেকে এসব দেশের মানুষ ফিলিপাইনে যেতে পারবেন।

ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে ম্যানিলা টাইমস জানিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার লোকজন দেশটিতে যেতে পারবেন। 

প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র হ্যারি রক জানিয়েছেন, সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের দেওয়া সুপারিশ বিবেচনা করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সম্মতি দিয়েছেন। 

বৈধ উপায়ে ফিলিপাইনে আসার পর এসব দেশের ভ্রমণকারীদের করোনাভাইরাস পরীক্ষা ও কোয়ারেন্টিন সংক্রান্ত সরকারি বিধিনিষেধগুলো যথাযথভাবে মানতে হবে বলেও জানান তিনি

   

About

Popular Links

x