ভারতে হত্যার দায়ে মামলা করা করা হয়েছে বানরের বিরুদ্ধে। গত ১৭ অক্টোবর দেশটির উত্তর প্রদেশের ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে এলাকার কিছু বানর ইটপাটকেল ছুড়ে হত্যা করেছে বলে অভিযোগ করে নিহতের পরিবার। ধর্মপাল নামের ওই বৃদ্ধের মৃত্যুতে পুলিশের কাছে পরিবারটি এফআইআরও করেছে বলে জানায় হিন্দুস্তান টাইমস।
বাঘপাতের সার্কেল অফিসার রামালা রাজিব প্রতাপ সিং জানান, ইটের পাইলের পাশে ঘুমিয়ে গিয়েছিলেন এই বৃদ্ধ। কিছু বানর ছুটে গেলে পাইলটির উপরের সারির কিছু ইট ঘুমন্ত ধর্মপালের গায়ে পড়লে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালেই তিনি মারা যান।
তবে, মৃতের ভাই কৃষ্ণপাল সিংয়ের বর্ণনা খানিকটা ভিন্ন। তিনি অভিযোগে বলেন যে, পূজার জন্য কাঠ সংগ্রহ করছিলেন ধর্মপাল। এমন সময় বানর দ্বারা আক্রান্ত হন তিনি। বানরদলের ছোঁড়া ইটগুলো তার মাথার ও বুকে আঘাত করলে তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন। পরে হাসপাতালে তিনি মারা যান।
তিনি আরও বলেন, "আমরা বানরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছি, কিন্তু পুলিশ এটিকে দুর্ঘটনা বলে অভিহিত করছে"।
কৃষ্ণপাল জানালেন তারা এখন এবিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন এবং এ ব্যাপারে তাদেরকে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানাবেন।