Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

মুসলিম প্রধান দেশ আলজেরিয়ায় নিষিদ্ধ হলো বোরখা

ইতোপূর্বে ডেনমার্ক, ফ্রান্স, বুলগেরিয়া, লাটভিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশে বোরখা নিষিদ্ধ করা হয়।

আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ০৪:৩৬ পিএম

কর্মস্থলে বোরখা নিষিদ্ধ করলো আফ্রিকার মুসলিম প্রধান দেশ আলজেরিয়া। এই প্রথম কোনো মুসলিম প্রধান দেশ সরকারিভাবে বোরখা নিষিদ্ধের ঘোষণা দিলো।

ইতোপূর্বে ডেনমার্ক, ফ্রান্স, বুলগেরিয়া, লাটভিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশে বোরখা নিষিদ্ধ করা হয়।

গৃহযুদ্ধে পর্যুদস্ত আলজেরিয়া মূলত মধ্যপন্থী ও উগ্র ইসলামী নীতিতে বিভক্ত। আলজেরিয়ার বেশিরভাগ নারীই নেকাব না পড়লেও নতুন আইনটি সংখ্যালঘু সালাফি সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়েছে।

সালাফি সম্প্রদায় মূলত সৌদি কট্টর ইসলামিক ওহাবী নীতিকে অনুসরণ করে। অন্যদিকে আলজেরিয়া ও উত্তর আফ্রিকান দেশগুলোতে উদারপন্থী সুফী ইসলামের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ।

আলজেরীয় সরকারের জারি করা ওই নির্দেশনায় বলা হয়, কর্মক্ষেত্রে কর্মীর পরিচয় নিশ্চিত করতে অবশ্যই তার মুখমণ্ডল অনাবৃত রাখা আবশ্যক। এ কারণে কর্মস্থলে নারীদের বোরখা পরা বা মুখ ঢেকে রাখা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে সরকারি এ সিদ্ধান্তের কঠোর সমালোনা করছে মুসলিম দেশটির জনগণ। এর আগে দেশটির সরকার পরীক্ষা হলে ছাত্রীদের বোরখা নিষিদ্ধ করেছিল।

   

About

Popular Links

x