প্রথমবারের মতো ভারতে বিলাসবহুল ক্রুজ আংরিয়া উদ্বোধন করা হয়েছে। শনিবার উদ্বোধনী যাত্রায় নৌপথে মুম্বাই থেকে গোয়া রুটে রওনাও হয়েছে কোস্টাল ক্রুজ জাহাজটি। সবমিলিয়ে দিনটি ছিল ভারতের জন্য ঐতিহাসিক। কিন্তু সব কিছুকে পেছনে ফেলে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ত্রী আমরুতা ফাদনাভিস-এর দুঃসাহসিক সেলফি তোলার ভিডিও!
মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর স্ত্রী আমরুতা ফাদনাভিস একাধারে ব্যাংকার, সংগীতশিল্পী, অধিকারকর্মী এবং সেলফিপ্রেমী। ভিডিওতে দেখা গেছে, নিখুঁত সেলফি তোলার চেষ্টায় নিরাপত্তা ব্যারিকেড পার হয়ে ক্রুজের একদম শেষ প্রান্তে চলে গেছেন তিনি। নিরাপত্তা কর্মকর্তারা বারবার সাবধান করলেও, তাতে কান দিচ্ছেন না আমরুতা ফাদনাভিস। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচকদের তোপের মুখে পড়েন তিনি।
এদিকে শনিবার উদ্বোধিত ভারতের এই বিলাসবহুল ক্রুজটি ২৪ অক্টোবর থেকে নিয়মিত যাতায়াত শুরু করবে। মুম্বাই থেকে ভারতীয় স্থানীয় সময় বিকেল ৪টায় রওনা হয়ে পরদিন ভারতীয় সময় সকাল ৯টায় গন্তব্যস্থল গোয়া-তে পৌঁছাবে বলে জানা গেছে।