Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

তবে কি বেঁচে আছেন আল-কায়েদা প্রধান জাওয়াহিরি?

‘জাওয়াহিরি ৬০ মিনিটের ওই ভিডিও চিত্রে গত ডিসেম্বরের পরের বেশকিছু ঘটনার কথা উল্লেখ করেন। যা প্রমাণ করে, সে মৃত নয়’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:২০ এএম

যুক্তরাষ্ট্রের টুইনটাওয়ারে হামলার ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি ভিডিও চিত্রে কথা বলতে দেখা গেছে আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে।

জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী  যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে যে, সাম্প্রতিক বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছেন জাওয়াহিরি।

পাকিস্তানের জালালাবাদে ২০১১ সালে মার্কিন নেভি সিল বাহিনী দ্বারা ওসামা বিন লাদেন হত্যার পর আল-কায়েদার দায়িত্ব নেন আয়মান আল জাওয়াহিরি। ২০১১ সালের ১৬ জুন আল কায়েদার নতুন নেতা হিসেবে তার নাম ঘোষিত হয়। ২০০১ সালে আফগানিস্তানের খোস্ত শহরে দেখা যায় সর্বশেষ দেখা যায় তাকে।

সাইটের পরিচালক রিতা কাটয এ প্রসঙ্গে এক টুইটে বলেছেন, “জাওয়াহিরি ৬০ মিনিটের ওই ভিডিও চিত্রে গত ডিসেম্বরের পরের বেশকিছু ঘটনার কথা উল্লেখ করেছেন। যা প্রমাণ করে, সে মৃত নয়।”

১ জানুয়ারি সিরিয়ার রুশ সামরিক ঘাঁটিতে আল কায়েদা সমর্থিত হুরাস আল দ্বীনের অভিযানের কথা ওই ভিডিওতে উল্লেখ করেন জাওয়াহিরি। 

ভিডিওটিতে তাকে “আল্লাহ তাকে রক্ষা করুন” এভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। একই ভিডিওতে তালেবান মিডিয়া ও যোদ্ধাদের বেশকিছু তথ্যও তুলে ধরা হয়।

কাটয ওই টুইটে আরও বলেন, ৯/১১ এর পর থেকে বিশ্বব্যাপী সন্ত্রাসী তৎপরতার ক্ষেত্রে তালেবানদের গুরুত্ব, বিশেষ করে আফগানিস্তানে তালেবানদের বিজয় আল কায়েদারই বিজয়। তালেবানদের দেখানোর মাধ্যমে ভিডিওটিতে এ সঙ্কেতই দেওয়া হয়েছে।

কাটজের মতে, আল-কায়েদাপন্থী মিডিয়াগুলো যেভাবে ৯/১১ এর বিজয় সংক্রান্ত পোস্টার, ভিডিও প্রকাশ করছে, তা খুবই সংগঠিত। এর আগে এরকম কিছু দেখা যায়নি বলেও জানান কাটয।

 

About

Popular Links