ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিনের উপহার হিসেবে একদিনে দুই কোটি মানুষকে করোনাভাইরাসের টিকা গ্রহণের ব্যবস্থা করলো ভারতের কেন্দ্রীয় সরকার। শুক্রবার দুই কোটি টিকাদান সম্পন্ন হবার পরেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় একটি টুইট করে বিষয়টি নিশ্চিত করে।
ভারতে ব্যবহৃত কোউইন অ্যাপের তথ্য অনুসারে, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারতে ২ কোটি ১১ লক্ষ ২৮ হাজার ৭৮৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
এ নিয়ে ভারতে মোট টিকাদানের সংখ্যা দাঁড়ালো ৭৮.৮৬ কোটি।
এছাড়াও দুপুরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য তার একটি টুইট বার্তায় লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে আজ দুপুর দেড়টা পর্যন্ত দেশে এক কোটি টিকাদান সম্পন্ন করা হয়েছে, ভারতে প্রথমবারের মতো এতো কম সময়ের মধ্যে সবচেয়ে দ্রুততম গতিতে আমরা এক কোটি টিকাদানের রেকর্ড করতে পেরেছি। আমি বিশ্বাস করি, আজ আমরা টিকাদানের একটি নতুন রেকর্ড তৈরি করতে পারব এবং এটি প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে দেব।”
এর পূর্বে, ভারতে ৬ সেপ্টেম্বর, ৩১ আগস্ট এবং ২৭ আগস্ট দেশে এক কোটি টিকাদানের মাইলফলক তৈরি করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার।