Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৮ জন নিহত

অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৭ পিএম

রাশিয়ার পূর্বাঞ্চলে পার্ম শহরে একটি বিশ্ববিদ্যালয়ে এক হামলাকারীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষার্থীর গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন।

মস্কো থেকে প্রায় ১৩ শ কিলোমিটার দূরে পার্ম স্টেট ইউনিভার্সিটিতে অভিযুক্ত ওই হামলাকারীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে,  সোমবার সকালে ওই হামলাকারী ক্যাম্পাসে পায়ে হেঁটে ঢোকে এবং গুলি চালাতে শুরু করে।

শিক্ষক ও শিক্ষার্থীরা সেসময় বিশ্ববিদ্যালয় ভবনের ভেতরে প্রতিবন্ধকতা তুলে বাঁচার চেষ্টা করে; অনেকে এসময়ে প্রাণভয়ে জানালা দিয়ে ঝাঁপ দেয়।

স্থানীয় গণমাধ্যম হামলাকারী যুবককে ১৮ বছর বয়সী তিমুর বেকমানসুরভ বলে শনাক্ত করেছে। হামলার ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযুক্ত বেকমানসুরভ বন্দুক ও শুটিং লাইসেন্স কিভাবে পেয়েছেন, সেটির প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।

About

Popular Links