Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্পেনের উপকূল থেকে ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টায় চলতি বছরের প্রথম থেকে এই রুটে কমপক্ষে ২৩৮ জন মারা গেছেন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪ পিএম

স্পেনের সমুদ্র উপকূল থেকে গত দুই দিনে তিন নারী ও এক শিশুসহ ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় সমুদ্র উপকূল থেকে ভাসমান অবস্থায় এসব মরদেহ উদ্ধার করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সমুদ্র উপকূলজুড়ে ৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা সবাই এক বা একাধিক নৌকায় অবস্থান করেছিলেন।লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে পশ্চিম ভূমধ্যসাগর দিয়ে কমপক্ষে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) পাড়ি দিয়েছিলেন তারা। অভিবাসীদের বহনকারী ওই এক বা একাধিক নৌকা হয়তো মরক্কো বা আলজেরিয়া থেকে যাত্রা শুরু করেছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, অত্যন্ত বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টায় এ বছরের শুরু থেকে এই রুটে কমপক্ষে ২৩৮ জন মারা গেছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে মধ্য-ভূমধ্যসাগরে “লিবিয়া থেকে ইতালি” যাওয়ার পথটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। এই পথে ডুবে মরেছে ৭৪১ জন। এরপর আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপের পথ ছিল দ্বিতীয় প্রাণঘাতী। এই পথে মারা গেছেন কমপক্ষে ২৫০ জন। এছাড়া পশ্চিম ভূমধ্যসাগরের স্পেনমুখী পথে ওই সময় পর্যন্ত প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ১৪৯ জন এবং পূর্ব ভূমধ্যসাগরের গ্রিসের পথে মৃত্যু হয় ৬ জনের।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ বছর সমুদ্র পাড়ি দিয়ে এখন পর্যন্ত ১০,৭০১ জন অভিবাসী ও শরণার্থী দেশটির মূল ভূখণ্ডে পৌঁছুতে সক্ষম হয়েছেন। গত বছরের এই একই সময়ের তুলনায় যা ১,৬৮০ জন বেশি।

   

About

Popular Links

x