Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাড়িতে বিদ্যুৎ না থাকায় ট্রান্সফর্মারেই তালা ঝোলালেন তৃণমূল নেত্রী!

তালা লাগানোর সময় তিনি বলেন, যদি আমার বাড়িতে বিদ্যুৎ না থাকে তাহলে এলাকাতেই বিদ্যুৎ থাকবে না

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৭ পিএম

নিজের বাড়িতে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে পুরো এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক তৃণমূল নেত্রী। আর এতেও ক্ষোভ না কমায় ট্রান্সফর্মারেই তালা লাগিয়ে দিয়েছেন এলাকার ওই নারী।

অবিশ্বাস্য মনে হলেও মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এমনই এক কাণ্ড ঘটিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগরের তৃণমূল নেত্রী কাজল মণ্ডল। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, প্রবল বর্ষণের কারণে মঙ্গলবার পঞ্চায়েতের তৃণমূল সদস্য কাজল মণ্ডলের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। আর এতেই তিনি ক্ষিপ্ত হয়ে এলাকার প্রতিটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ট্রান্সফর্মারে তালা লাগিয়ে দেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজল তাদের বলেন, “যদি আমার বাড়িতে বিদ্যুৎ না থাকে তাহলে এলাকাতেও বিদ্যুৎ থাকবে না।’’ 

এদিকে, কাজল মণ্ডলের এই কান্ডে মঙ্গলবার সারাদিন থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ ছাড়াই কাটাতে হয়েছে এলাকাবাসীদের। 

এ বিষয়ে কাজলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানালেও বিদ্যুৎ সংযোগ চালু করতে পারেনি গোপালনগর থানা পুলিশ। 

জানা গেছে, এ ঘটনায় ইতোমধ্যে বিজেপি ও তৃণমূলের মধ্যেও চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

বিজেপি-র বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বনস্পতি দেব বলেন, “এ তো রীতিমতো রাষ্ট্রীয় সন্ত্রাস। সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে এবং এলাকায় লুটতরাজ করার উদ্দেশ্যেই তৃণমূল বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছিল। তবে এলাকাবাসীর কারণে তা সম্ভব হয়নি।”

অন্যদিকে, বিজেপির দাবি অস্বীকার বনগাঁ জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেছেন, ‘‘বিজেপির এসব কথায় উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই।’’ 

তিনি আরও বলেন, “আইনের ঊর্ধ্বে নয় কেউ। যদি সত্যিই এমন কিছু করা হয়ে থাকে তাহলে তা সঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” 

তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশের ওপরেও ক্ষমতা দেখিয়েছেন কাজল। যদিও এ বিষয়ে কাজল মণ্ডল কোনো কথা বলতে রাজি হননি।

   

About

Popular Links

x