Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

উপমহাদেশে নারী আন্দোলনের পুরোধা কমলা ভাসিন আর নেই

সত্তর দশক থেকে কমলা ভাসিন ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও নারী আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৩ পিএম

নারী আন্দোলনের পুরোধা, উপমহাদেশের প্রখ্যাত লেখক কমলা ভাসিন মারা গেছেন। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় সময় পৌনে ৩টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতের মানবাধিকার কর্মী কবিতা শ্রীভাস্তাভা।

এক টুইটবার্তায় কবিতা বলেন, “আমাদের প্রিয় বন্ধু কমলা ভাসিন আজ ভোর ৩টার দিকে মারা গেছেন। তার মৃত্যু ভারত এবং দক্ষিণ এশীয় অঞ্চলে নারী আন্দোলনের জন্য একটি বড় ধাক্কা।”

বেশ কিছুদিন ধরে কমলা অসুস্থ ছিলেন। সর্বশেষ শুক্রবার পরিস্থিতি খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে পানি জমেছিল।”

সত্তর দশক থেকে কমলা ভাসিন ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও নারী আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ছিলেন।

১৯৪৬ সালের ২৪ এপ্রিল জন্ম নেওয়া কমলা বড় হয়েছেন ভারতের রাজস্থানে। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকেই তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। জেন্ডার সমতা, মানবাধিকার, শান্তি প্রতিষ্ঠাসহ বেশিকিছু বিষয় নিয়ে তার শক্তিশালী লেখালেখি আছে।

২০১৬ সালে নারীর প্রতি সহিংসতাকে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ উল্লেখ করে অবস্থার পরিবর্তনে ভয়মুক্ত হয়ে প্রত্যেক নারীকে বদলে ফেলার আহ্বান জানান কমলা ভাসিন।

About

Popular Links