Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

হামাস ‘সন্ত্রাসীরা’ যাতে সামনে হামলা চালাতে না পারে, সেজন্য এ অভিযান শুরু করা হয়েছে বলে দাবি ইসরায়েলের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:০২ পিএম

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ফিলিস্তিনের ৪জনকে হত্যা করেছে ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানিয়েছে, রবিবার (২৬ সেপ্টেম্বর) পশ্চিম তীরে হামাসের শক্তিবৃদ্ধি ঠেকাতে চলমান ইসরায়েলি অভিযানের সময় এদের হত্যা করা হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ প্রসঙ্গে বলেন, “হামাসের সন্ত্রাসীরা যাতে সামনে হামলা চালাতে না পারে, সেজন্য এ অভিযান শুরু করা হয়েছে।”

হামলায় হতাহতের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি, এমনকি ইসরায়েলের সামরিক মুখপাত্রও এ অভিযান প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেরুজালেমের উত্তরপশ্চিমে পশ্চিম তীরের বিদ্দু গ্রামে তিন ফিলিস্তিনিকে আর জেনিন শহরের নিকটবর্তী বুরকিন গ্রামে অপরজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। 


আরও পড়ুন - এক বছরের ভেতর ইসরায়েলকে ফিলিস্তিন ছাড়ার আল্টিমেটাম


এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হামাস সদস্যদের ধরার জন্য চালানো অভিযানে অন্তত চারজন ফিলিস্তিনি “জঙ্গি” নিহত হয়েছে। 

এর আগে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভার্চুয়াল বৈঠকে ইসরায়েলকে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে সরে যেতে এক বছরের আল্টিমেটাম দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।


   

About

Popular Links

x