Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিডের বুস্টার ডোজ নিলেন বাইডেন

জার্মানি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করায় ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৯ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (২৭ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে বুস্টার ডোজ নেন বাইডেন। 

এর আগে গত বছরের ডিসেম্বরে ফাইজার-বায়োএনটেকের প্রথম ডোজ টিকা নেন তিনি। এর তিন সপ্তাহ পর জানুয়ারিতে দ্বিতীয় ডোজ নেন তিনি।

সম্প্রতি ফাইজার-বায়োএনটেকের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে দেশ। ফলে এখন থেকে ৬৫ বছর বয়সী এবং এর চেয়ে বেশি বয়সী ব্যক্তিরা বুস্টার ডোজ নিতে পারবেন।

যুক্তরাষ্ট্রের আগে জার্মানি ও ইসরায়েল বুস্টার ডোজ দেওয়া শুরু করে। যুক্তরাষ্ট্রেও এর অনুমোদনের পর ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘ।

সংস্থাটি জানায়, অনেক গরিব দেশই এখনও একটি ডোজও দিতে পারেনি, সেখানে ইসরায়েলম, জার্মানি ও যুক্তরাষ্ট্রের তৃতীয় ডোজের অনুমোদন দেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।  

About

Popular Links