Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

এবার ডিম ছুড়ে মারা হলো ম্যাক্রোঁর গায়ে

সোমবার ফ্রান্সের দক্ষিণ–পূর্বাঞ্চলের লিও শহরে এ ঘটনা ঘটে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:২১ পিএম

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ গিয়েছিলেন আন্তর্জাতিক ক্যাটারিং, হোটেল এবং খাদ্য বাণিজ্য মেলা পরিদর্শন করতে। সেখানে হঠাৎ একজন দর্শনার্থী তার দিকে ডিম ছুড়ে মারেন, সে ডিম তার কাঁধে এসে লাগে।

সোমবার ফ্রান্সের দক্ষিণ–পূর্বাঞ্চলের লিও শহরে ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ঘটনার পরেই ডিম ছুড়ে মারা সেই ব্যক্তিটিকে সেখান থেকে দ্রুতই সরিয়ে নেন নিরাপত্তারক্ষীরা।

ফ্রান্সের প্রেসিডেন্ট এ বিষয়ে বলেন, "যিনি কাজটি করেছেন, তিনি যদি আমাকে কিছু বলতে চান, তাহলে অবশ্যই তাকে তা বলার সুযোগ করে দেওয়া হবে।"

ফ্রান্সে এমন ঘটনা আগেও দেখা গেছে প্রতিবাদের অংশ হিসেবে। এমনকি, ম্যাক্রোঁর ওপর ডিম এর আগেও ছুড়ে মারা হয়েছিল। ২০১৭ সালে ছুড়ে মারা ডিমটি ম্যাক্রোঁর মাথায় আঘাত করে।

শুধু তই নয়, চলতি বছরের জুন মাসেই ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ভ্যালেন্স শহরে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করার সময় হঠাৎই এক ব্যক্তি ম্যাক্রোঁকে চড় মারেন। সেই ঘটনায় ২৮ বছর বয়সী একজনকে আটক করা হয়েছিল সে সময় এবং তাকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

About

Popular Links