শিগগিরই বাজারে আসছে করোনাভাইরাসের ট্যাবলেট। মোলনুপিরাভির নামের এ ভাইরাস নিরোধক ট্যাবলেটটি মুখেই সেবন করা যাবে। মার্কিন ওষুধ নির্মাণ প্রতিষ্ঠান মেরক উদ্যোক্তা সংস্থা রিজব্যাকের সঙ্গে মিলে ইতোমধ্যে এই ট্যাবলেটটির তৃতীয় ধাপের পরীক্ষামূলক ট্রায়াল সম্পন্ন করেছে।
মূলত ফ্লু জাতীয় ভাইরাসের চিকিৎসায় উদ্ভাবিত ‘মোলনুপিরাভির’ করোনাভাইরাস প্রতিরোধেও কার্যকরী হবে বলে ধারণা গবেষকদের। তবে নতুন খবর বলছে, মেলানুপিরাভির করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি অর্ধেক কমিয়ে আনতে সক্ষম।
শুক্রবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মেরক ও রিজব্যাক।
প্রতিষ্ঠানগুলোর দাবি, ওষুধ গবেষণার শীর্ষে রয়েছে মেলানুপিরাভির।
মেরকের প্রধান নির্বাহী কর্মকর্তা রব ডেভিস বলেন, “অন্য দেশগুলোর কর্তৃপক্ষের কাছেও অনুমোদনের আবেদন করবো। শেষ ট্রায়ালে ভালো ফল এসেছে। আশা করছি, আগামী নভেম্বরেই ট্রায়াল শেষ হবে। তখন হাসপাতালে বা অন্য কোথাও না গিয়ে বাড়িতে বসেই এই ট্যাবলেট খেতে পারবেন।”
উল্লেখ্য, এ বছরের আগস্ট মাসের শুরু থেকে ৭৭৫ জন রোগীর উপরে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হচ্ছে।