গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫,১৪৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৫২ হাজার ৭৭৯ জন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৬১ লাখ ৪১ হাজার ২৭২ জনে। অন্যদিকে, মৃত্যু হয়েছে ৪৮ লাখ ২২ হাজার ২৩৬ জনের।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে সুস্থ হয়েছেন ৪ লাখ ১২ হাজার ৯৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২১ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ২৫১ জন।
এদিকে, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ ছয় হাজার ৬৫৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৭ লাখ ২১ হাজার ৫৮৬ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৭০৬ জন। জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট কোভিড আক্রান্ত ৩ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৫ জন জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৯ হাজার ২৮৩ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৯৬৬ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন। সেখানে এখন পর্যন্ত ৫ লাখ ৯৮ হাজার ১৮৫ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি চার লাখ ৬২ হাজার ৩৪৫ জন।