Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাশিয়ায় ‘সস্তা’ অ্যালকোহল পানে ১৭ জনের মৃত্যু

এর আগে রাশিয়ার ইয়াকুটিয়ায় হ্যান্ড স্যানিটাইজার সেবনের পর সাতজনের মৃত্যু হয়

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০৪:২৪ পিএম

অত্যন্ত বিষাক্ত মিথানলযুক্ত “সারোগেট অ্যালকোহল” পান করে রাশিয়ায় ১৭ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৮ অক্টোবর) কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তে নেমেছে। 

দেশটিতে “সস্তা অ্যালকোহল” পান করে মৃত্যুর সর্বশেষ ঘটনা এটি। এর আগেও কর্তৃপক্ষ এ বিষয়ে একটি স্থায়ী সমাধান করার কথা বলেছিল। 

এছাড়াও, মস্কো থেকে দেড় হাজার কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওরেনবার্গ অঞ্চলে বিষাক্ত মদ পান করে আরও ১৬ জন অসুস্থ হয়ে পড়েন। 

“এখন পর্যন্ত ৩৩ জন ভুক্তভোগীর কথা জানা গেছে, যাদের মধ্যে ১৭ জন মারা গেছেন,” এক টেলিগ্রাম বার্তায় গভর্নরের কার্যালয় থেকে এ কথা জানানো হয়। 

ইতোমধ্যে নারকোলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসকদের একটি দলকে ওরেনবার্গ অঞ্চলে পাঠানো হয়েছে। 

জানা গেছে, ভুক্তভোগীরা মিথানলযুক্ত অ্যালকোহল পান করেছিল। যা অত্যন্ত বিষাক্ত এবং খুব অল্প মাত্রাও অন্ধত্বের কারণ হতে পারে। 

গভর্নরের কার্যালয় সূত্র বলেছে, “কিছু ক্ষেত্রে, শরীরে মিথানলের ঘনত্ব প্রাণঘাতী ডোজের চেয়েও ৩-৫ গুণ বেশি ছিল।” 

কর্মকর্তারা জানিয়েছেন, সারোগেট অ্যালকোহল বিতরণের একটি কর্মশালা ওরস্ক শহরে পাওয়া গেছে। যেখানে প্রায় ১ হাজার ২০০ বোতল অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে। 

রাশিয়ার দরিদ্র অঞ্চলে মদ ও অ্যালকোহলযুক্ত পানীয় পান করা মোটামুটি সাধারণ একটি বিষয়। ফলে এবং প্রায়ই বিষাক্ত ও সস্তা অ্যালকোহল পানে মৃত্যুর ঘটনা ঘটে। যারা এসব সস্তা মদ পান করে তাদের বেশিভাগই দেশটির সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষ। 

গভর্নরের কার্যালয় সূত্র আরও জানিয়েছে, “ঘটনাস্থলে ভেন্টিলেটরসহ সমস্ত সামগ্রী পাঠানো হয়েছে।”  গভর্নর ডেনিস পাসলার বলেন, আঞ্চলিক কর্তৃপক্ষ এরই মধ্যে মদ বিতরণকারীদের পণ্য তদন্ত শুরু করেছে। 

তিনি জনগণকে “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মদ পান করা থেকে বিরত থাকতে বলেন এবং এগুলোকে জীবননাশক হিসেবেও বর্ণনা করেন।”

রাশিয়ার গুরুতর অপরাধের তদন্ত কমিটির ওরেনবার্গ শাখা শুক্রবার বলেছে, তারা নিরাপত্তা মানদণ্ড পূরণ না করে পণ্য বিক্রিসহ, এই বিষয়ে পাঁচটি তদন্ত শুরু করেছে। 

এদিকে, তদন্তকারীরা এক বিবৃতিতে বলেছেন, ওরস্কের ২৯ বছর বয়সী ব্যক্তিসহ তিনজনকে সারোগেট অ্যালকোহল উৎপাদনের জন্য সন্দেহ করা হয়েছে। 

এর আগে, রাশিয়ার পূর্ব প্রজাতন্ত্র ইয়াকুটিয়ায় গত নভেম্বরে হ্যান্ড স্যানিটাইজার খাওয়ার পর সাতজন মারা যায়। 

সাম্প্রতিককালে দেশটিতে সবচেয়ে বড় অ্যালকোহল সংক্রান্ত ট্র্যাজেডি ২০১৬ সালে ঘটেছিল। সে বছর, সাইবেরিয়ার ইরকুটস্ক শহরে ডজনখানেক মানুষ মিথানলযুক্ত স্নানের নির্যাস পান করার পর মারা গিয়েছিল। 

এই মৃত্যুর পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, “এই ট্র্যাজেডির জন্য খুব কাছ থেকে মনোযোগ দেওয়া দরকার।” 

অন্যদিকে, তৎকালীন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ মদ্যপ দ্রব্য বিক্রির সমস্যাটি “নিষ্পত্তি” করার নির্দেশ দিয়েছিলেন।

   

About

Popular Links

x