ইংলিশ প্রিমিয়ার লীগের জনপ্রিয় ফুটবল ক্লাব লিস্টার সিটির থাই মালিকের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ক্লাবটির মাঠ "কিং পাওয়ার স্টেডিয়াম" সংলগ্ন পার্কিং লটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। বিধ্বস্তের সময় ক্লাবটির থাই ধনকুবের মালিক ভিশাই শ্রিবদ্ধানেপ্রভা হেলিকপ্টারটির ভেতরেই অবস্থান করছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। শ্রিবদ্ধানেপ্রভা ছাড়াও সে সময়ে দলের স্পোর্টিং ডিরেক্টর ও কোচ ক্লদ পুয়েল হেলিকপ্টারটিতে ছিল বলে গুজব শোনা যাচ্ছে।
সিএনএন জানায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে খেলোয়াররা ছুটে যায়। ক্লাব মালিক শ্রিবদ্ধানেপ্রভা খেলা শেষে মাঠ ত্যাগ করার সময়ই ঘটনাটি ঘটে তবে ভেতরে ঠিক কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে কয়েকটি নিরাপত্তা বাহিনী তদন্ত করছে ।
A Leicester City spokesman said: “We are assisting Leicestershire Police and the emergency services in dealing with a major incident at King Power Stadium. The Club will issue a more detailed statement once further information has been established.”
— Leicester City (@LCFC) October 27, 2018
প্রত্যক্ষদর্শীদের মতে, টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে হেলিকপ্টারটিকে ভস্মীভূত হতে দেখেন তারা। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলসহ বিভিন্ন বাহিনী। এক প্রত্যক্ষদর্শীর জানান, ঘটনার কিছুক্ষণের মধ্যে স্টেডিয়ামের ভেতর থেকে ছুটে আসেন সহ-অধিনায়ক, ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল।
২০১০ সালে আনুমানিক ৩৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লেস্টার সিটির মালিকানা কিনে নেন শ্রীবদ্ধনপ্রভা। ফোর্বস সাময়িকীর জরিপ অনুসারে থাইল্যান্ডের পঞ্চম ধনী ব্যক্তি তিনি।
উল্লেখ্য, লিস্টার সিটি ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে বেশ পরিচিত ও জনপ্রিয়। শনিবার ক্লাবটির মাঠে অন্য আরেকটি ক্লাব ওয়েস্ট হ্যামের সাথে একটি খেলায় ১-১ এ ড্র করে। ক্লাবটি ২০১৬ সালে প্রিমিয়ার লীগ জয় করেছিল।