Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

ব্রাজিলে জলপ্রপাতের শিলা ধসে সাতজন নিহত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাথরের প্রাচীরটি ভেঙে পড়লে সেখানে থাকা দুটি নৌকা ডুবে যায়

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১০:১৭ পিএম

দক্ষিণ-পূর্ব ব্রাজিলের একটি জলপ্রপাতের নীচে মোটর বোটের ওপরে পাথরের একটি প্রাচীর ধসে  কমপক্ষে সাতজন নিহত এবং নয়জন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির ফায়ার বিভাগ জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) পাথরের একটি প্রাচীর হঠাৎ করেই ক্যানিয়নের প্রাচীর থেকে ভেঙে সেখানে থাকা নৌকাগুলোর ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাথরের প্রাচীরটি ভেঙে পড়লে সেখানে থাকা দুটি নৌকা ডুবে যায়। এ সময় পর্যটকদের চিৎকার করতে শোনা যায়।


কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজন এখনও নিখোঁজ রয়েছে। ডুবুরিরা হ্রদে অনুসন্ধান কাজ এখনও চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাড় ভেঙে গেছে এবং একজনের মাথায় ও মুখে গুরুতর আঘাত লেগেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য ২৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ অঞ্চলে গত দুই সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতের ফলে পাথর  ধ্বসের ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের দাবি।

About

Popular Links