Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড: যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ১১ লাখ শনাক্ত

একইসময়ে দেশটিতে ১,০০২ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৩:১৫ পিএম

বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী প্রায় ২১ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই ১১ লাখেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, সোমবার (১০ জানুয়ারি) দেশটিতে ১১ লাখ ৩০ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসময়ে দেশটিতে ১,০০২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ সাতদিনে দেশটিতে গড়ে ৭ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৬১ হাজার ৩৩৬ জনে।

দেশটিতে এক লাখের ৩৫ হাজার ৫০০ জন মানুষ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোয় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫০ হাজার ৭১২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৪৭ লাখ ৮ হাজার ৯৯৯ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২০ হাজার ১৪২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৬৯৫ জন। মোট সংক্রমণের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট মোট তিন কোটি ৫৭ লাখ সাত হাজার ৭২৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৩ হাজার ৯৩৬ জনে।


About

Popular Links