Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারতে একদিনে ২ লাখ ৬৮ হাজারেরও বেশি কোভিড শনাক্ত

 এ নিয়ে দেশটির ৩ কোটি ৬৮ লাখ ৫০ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০২:৪২ পিএম

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৮ হাজার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এ নিয়ে দেশটির ৩ কোটি ৬৮ লাখ ৫০ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন এ ভাইরাসে মারা গেছেন, এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।

এ নিয়ে দেশটিতে ৬,০৪১ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটিতে দৈনিক শনাক্তের হার ১৬.৬৬%, গতকাল এ হার ছিল ১৪.৭৮%। এ সপ্তাহে দেশটিতে সাপ্তাহিক সংক্রমণের হার ছিল রেকর্ড ১১.৮৩%। 

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৩৪ লাখ চার হাজার ৭০৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৭২৫ জনে ছাড়িয়েছে। এছাড়া একই সময়ে ৮,৭৬১ মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৫৫ লাখ ২৯ হাজার ৪৩ জন।

   

About

Popular Links

x