Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইন্দোনেশিয়ার বিমান দুর্ঘটনার 'কান্না জড়ানো' কিছু ছবি

ছবিগুলো ধরে রাখবে অনেক স্মৃতি, আর হয়ে থাকবে কান্নার উৎস

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১১:৪৫ পিএম

দিনটা ভালোই ছিল। জাকার্তা বিমানবন্দরে প্রিয় মানুষগুলোকে বিদায় দিয়ে এসেছিলেন স্বজনরা। জানতেন না, আর ফিরে দেখা হবে না প্রিয় মুখগুলো, এটাই শেষ বিদায়।   

সোমবার ১৮৯ জন আরোহী নিয়ে জাকার্তা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি সাগরে বিধ্বস্ত হয়। বিমানটি দ্বীপ শহর পাঙকাল পিনাঙয়ের উদ্দেশে যাত্রা করেছিল। 

ওই বিমানের ১৮৯ যাত্রীর কেউ বেঁচে নেই বলে ধারণা করছে উদ্ধারকারী দল। তবে চলছে উদ্ধারকাজ। পানির উপরে মিলছে বিমানের ধ্বংসাবশেষ, নিহতদের শরীরের অংশ আর তাদের সঙ্গে থাকা জিনিসপত্র। 

প্রিয় মানুষগুলোর লাশ পাবেন কিনা জানেন না বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্বজনরা। এ ক্ষেত্রে পানিতে কুড়িয়ে পাওয়া জিনিসপত্রগুলো তাদের অনেক স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। তবে সুখে-দুঃখের সেই স্মৃতিগুলো মিলেমিশে এখন যেন রূপ নিয়েছে কান্নায়। 

এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন বার্তাসংস্থার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বিধ্বস্ত বিমানের এমন কিছবি। যে ছবিগুলো ধরে রাখবে অনেক স্মৃতি, আর হয়ে থাকবে কান্নার উৎস। 

পানিতে ভেসে রয়েছে লায়ন এয়ার জেটি-৬১০ বিমানের ইঞ্জিন থেকে বের হওয়া জ্বালানি তেল। ছবি : এএফপি


উদ্ধারের পর নিহত যাত্রীদের শরীরের অংশবিশেষ। ছবি : এএফপি


নিহত এক যাত্রীর সাথে থাকা জিনিসপত্র। ছবি : এএফপি


বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি : রয়টার্স


উদ্ধার হওয়া একটি ফোন কভার। সেটিতে হাত ধরা অবস্থায় একটি জুটিকে দেখা যাচ্ছে। ছবি : এএফপি


ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছেন উদ্ধারকারীরা। ছবি : এএফপি


চলছে উদ্ধারকাজ ছবি : রয়টার্স


ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন নিহতদের স্বজনরা। ছবি : রয়টার্স


কান্নায় ভেঙে পড়েন নিহত যাত্রীদের স্বজনরা ছবি : রয়টার্স

   

About

Popular Links

x