Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

১৮৯ যাত্রী নিয়ে বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার

বিধ্বস্ত ওই বিমানের ১৮৯ যাত্রীর কেউ বেঁচে নেই বলে পরে নিশ্চিত করে উদ্ধারকারী দল।

আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ০৭:০৬ পিএম

ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান সোয়েরজান্ত তিজাজোনো এ তথ্য জানান। 

সোয়েরজান্ত তিজাজোনো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ওই বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছি। তবে এটি এফডিআর (ফ্লাইট ডেটা রেকর্ডার) না সিভিআর (ককপিট ভয়েস রেকর্ডার)  তা এখন পর্যন্ত জানতে পারিনি।’

বিমানটির এ ডিভাইসে ফ্লাইটের গতি, উচ্চতা ও দিক নির্দেশনার পাশাপাশি ফ্লাইট ক্রুদের কথাবার্তার তথ্য রেকর্ড থাকে।

গত সোমবার ১৮৯ জন আরোহী নিয়ে জাকার্তা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি সাগরে বিধ্বস্ত হয়। বিমানটি দ্বীপ শহর পাঙকাল পিনাঙয়ের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু ওড়ার ১৩ মিনিটের মাথায় সাগর পাড়ি দেওয়ার সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় পাইলটের তরফ থেকে ফ্লাইটটিকে আবার জাকার্তায় ফিরে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

বিধ্বস্ত ওই বিমানের ১৮৯ যাত্রীর কেউ বেঁচে নেই বলে পরে নিশ্চিত করে উদ্ধারকারী দল। 

   

About

Popular Links

x