Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

এরদোয়ান করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তিনি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৮ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। তিনি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে শনিবার (৫ ফেব্রুয়ারি) টুইট বার্তায় জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

এরদোয়ানের স্ত্রীও করোনাভাইরাসের মৃদু উপসর্গে ভুগছেন বলে টুইট বার্তায় জানানো হয়।

আপাতত তিনি বাড়িতে বিশ্রাম রয়েছেন, সেখান থেকেই সরকারি কাজ চালিয়ে যাবেন বলে জানান এরদোয়ান।

শনিবার তুরস্কের উত্তরাঞ্চলের জোঙ্গুলদাক এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল এরদোয়ানের। করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সেখানে না গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে বক্তৃতায় তিনি জানান, গলার স্বরের সমস্যা এবং ঠাণ্ডার কারণে তিনি ওই অনুষ্ঠানে সরাসরি অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। এর কিছুক্ষণ পরই তুরস্কের প্রেসিডেন্ট দম্পতির করোনাভাইরাসে আক্রান্তের ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার ইউক্রেন সফর করেন এরদোয়ান। ওইদন রাজধানী কিয়েভে পৌঁছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।

About

Popular Links