Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্প: আমি যখনই পারি সত্য কথা বলি

ওয়াশিংটন পোস্ট জানায়, ক্ষমতা গ্রহণের পর এ বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ট্রাম্প ৬৪৯ দিনে ৬,৪২০ টি মিথ্যা অথবা বিভ্রান্তিকর কথা বলেছেন।

আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ০৬:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গণমাধ্যম তাকে যেভাবেই চিত্রিত করুক না কেন, তিনি সবসময় সত্য কথা বলার চেষ্টা করেন।

বৃহস্পতিবার এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি সত্য কথা বলতে। আমি যখনই পারি সত্য কথা বলি।”

বিভিন্ন্য ইস্যুতে ট্রাম্প মিথ্যা অথবা সত্য বিকৃত করে বলেন এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও বিরোধী পক্ষ একাধিকবার ট্রাম্পের সমালোচনা করেছে।

এমনকি কনজারভেটিভ দল থেকেও ট্রামকে এসব ব্যাপারে তিরস্কার জানানো হয়েছে।

ট্রাম্প বলেন। “মাঝে মাঝে এমন হয় যে কিছু একটা ঘটে বা কোনো পরিবর্তন আসে, কিন্তু আমি সবসময় সত্যনিষ্ঠ থাকারই চেষ্টা করি।”

ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে নিউইয়র্ক টাইমস,ওয়াশিংটন পোস্ট ও ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট পলিটিফ্যাক্ট ট্রাম্পের মিথ্যা ও বিভ্রান্তিকর বিবৃতির খতিয়ান ধারাবাহিকভাবে তুলে ধরছে।

পলিটিফ্যাক্ট ট্রাম্পের মিথ্যা বিবৃতির যে হিসাব রাখছে, তা এখণ ১১ পৃষ্ঠায় পৌঁছেছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, ক্ষমতা গ্রহণের পর এ বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ট্রাম্প ৬৪৯ দিনে ৬,৪২০ টি মিথ্যা অথবা বিভ্রান্তিকর কথা বলেছেন।



   
Banner

About

Popular Links

x