Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

মিসরে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

এই বছরের শুরুতে এই বিমানটি রাশিয়ার কাছ থেকে কিনেছিলো মিশর

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১০:৫৮ এএম

মিসরে রাশিয়ায় তৈরি একটি মিগ-২৯ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। মিসরের সেনাবাহিনী একটি বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছ বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি খবরে বলা হয়েছে।

বিমানটির ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে ত্রুটি থাকার কারণে একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন সময়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করছে দেশটির সেনাবাহিনী। এ ব্যাপারে মিশর ও রাশিয়া উভয় দেশই তদন্ত কমিটি গঠন করেছে।  

তবে, বিমানটি বিধ্বস্ত হলেও প্রশিক্ষণরত পাইলট সুস্থ আছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এই বছরের শুরুতে এই বিমানটি রাশিয়ার কাছ থেকে কিনেছিলো মিশর। উল্লেখ্য, ২০২০ সালের মধ্যে মিশরের কাছে মোট ৪৬টি মিগ-২৯ বিমান বিক্রি করার কথা রয়েছে রাশিয়ার।

   

About

Popular Links

x