Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

দুই বছর পর পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিলো অস্ট্রেলিয়া

তবে কোয়ারেন্টাইনে থাকা লাগবে না দুই ডোজ টিকা নেওয়া পর্যটকদের 

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৩:৫০ পিএম

করোনাভাইরাস মহামারির কারণে প্রায় দুইবছর বন্ধ থাকার অবশেষে সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফলে দেশটিতে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও পর্যটকদের দেশটিতে প্রবেশে কোনো বাধা রইলো না। আগের মতোই দেশটিতে প্রবেশ করতে পারবেন তারা। 

এদিকে, সীমান্ত খুলে দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে দেশটির জনগণ। পর্যটনসংক্রান্ত ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট স্টিল নামে এক ব্যক্তি জানান, ২০২০ সাল থেকে তার ব্যবসা বন্ধ রয়েছে। সেইসময় চীন, কোরিয়া ও যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়ায় বেড়াতে আসা তিন পর্যটকের আসার কথা ছিল। তবে বিশেষ ওই পরিস্থিতির কারণে তার বাণিজ্য ২ বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল।

এদিকে, নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ায় দুই ডোজ টিকা নেওয়া পর্যটকদের কোয়ারেন্টাইনে থাকা লাগবে না। যারা এখনও টিকা নেননি তাদেরকে নিজ খরচে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।

এর আগে, ২০২০ সালের ১৯ মার্চ কোভিডের প্রকোপ বাড়তে থাকায় সীমান্ত বন্ধ করে দেয় দেশটি।

About

Popular Links