Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পুতিনের

পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৩ এএম

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

ওই প্রতিবেদনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যকে সরাসরি উদ্ধৃত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, "ইউক্রেন কোনোদিনই প্রকৃত রাষ্ট্র ছিল না। আধুনিক ইউক্রেন রাশিয়ার দ্বারা সৃষ্টি হয়েছে।”  দেশটিকে যুক্তরাষ্ট্রের কলোনি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “পুতুল সরকারের” মাধ্যমে চলছে ইউক্রেন।

এ সময় ইউক্রেনের ন্যাটোর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টিকে সরাসরি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি বলেও অভিহিত করেন তিনি। ভাষণ শেষ করার সময় রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলগুলোকে স্বীকৃতি দেবে রাশিয়া, এমনটিও জানান তিনি।

ইউক্রেনকে বিদ্রোহীদেরকে লক্ষ্য করে গুলি করা বন্ধ করতে হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি।

এর কিছু পরেই বিদ্রোহী অঞ্চলকে স্বীকৃতি দিয়ে তিনি দুটি ডিক্রিতে সই করেন। ওই দুই ডিক্রিতে বলা হয়েছে, অঞ্চল দুটিতে "শান্তিরক্ষার কাজে নিয়োজিত থাকবে" রুশ সেনাবাহিনী।


   

About

Popular Links

x