ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন স্থানে রুশ সৈন্যরা হামলার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে রাজধানীবাসীকে সতর্ক করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (১ মার্চ) বিকেলের এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধের লক্ষ্যে ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র ও প্রধান সাই-অপ সেন্টার”কে লক্ষ্য করে হামলা চালানো হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কিয়েভের যেসব বাসিন্দারা এখনও এসব স্থাপনার কাছে রয়েছেন তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।